গজঘন্টা ইউনিয়নের মানচিত্ ঃ রংপুর জেলা সদর হতে উত্তরপূর্ব দিকে ১৫ কিলোমিটার, গংগাচড়া উপজেলা সদর হতে পূর্ব দক্ষিনে৬ কিলোমিটার দুরে গজঘন্টা ইউপি কমপ্লেক্সভবন।গজঘন্টা ইউনিয়নের পশ্চিমে ৬নং গংগাচড়া ইউনিয়ন, দক্ষিন পশ্চিমে সদর উপজেলার সাবকে পশুরাম ইউনিয়ন, দক্ষিন দিকে সদর উপজেলার সাবকে তপোধন ইউনিয়ন, পূর্বে গংগাচড়া উপজেলার ৮নং মর্ণেয়া ইউনিয়ন, উত্তরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা। উত্তর দিকে খরস্রোতা তিস্তা নদী, তিনটি ওযার্ডর পার্শঘেষে এবং একটি ওযার্ডের মধ্যদিয়ে প্রবাহিত। একাধিক বিল রয়েছে এ ইউনিয়নে, মানাষ নদী গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু, জয়দেব ও উমর মৌজার মধ্য দিয়ে রংপুর সদর হয়ে কাউনিয়া উপজেলা অভিমুখে চলে গেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS