উত্তর দিকে খরস্রোতা তিস্তা নদী, তিনটি ওয়ার্ডর পার্শঘেষে এবং একটি ওযার্ডের মধ্যদিয়ে প্রবাহিত। একাধিক বিল রয়েছে এ ইউনিয়নে, মানাষ নদী গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু, জয়দেব ও উমর মৌজার মধ্য দিয়ে রংপুর সদর হয়ে কাউনিয়া উপজেলা অভিমুখে চলে গেছে। খাড়ুভাজ বিল ও খলেয়ার বিল ছাড়াও রয়ছে পানি নিস্কাষন ক্যানেল ক্যানেলটি একনাথ মৌজা হতে রমাকান্ত গ্রামের ভিতর দিয়ে মহিষাশুর গ্রাম হয়ে তিস্তানদীতে মিলেছে। সদ্য ক্যানেল খননের ফলে প্রায় ৫০ হেক্টর জমি সেচ সুবিধা পাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস